টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা :- ২০১৩ সালের ১১ই নভেম্বর সামসেরগঞ্জের মদ বিরোধী আন্দোলনের নেতা হাজী আক্তার হোসেনকে খুন হতে হয় ।তিনি সামসেরগঞ্জ এলাকায় মদ বিরোধী আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন।হাজী আক্তার হোসেনের হত্যাকারীদের শাস্তির দাবিতে সেই সময় জেলা জুড়ে ব্যাপক আন্দোলন সংগঠিত হয়েছিল ।এমনকি এই আন্দোলনে অংশগ্রহনের কারণে অনেককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল বলেে দাবি অনেকের।
প্রতিবছর এই দিনটিকে ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে মদ বিরোধী দিবস হিসাবে পালন করা হয় ।গত ৮ ই নভেম্বর পার্টির জেলা নেতৃত্বের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনে জেলা সম্পাদক হাবিবুর রহমান সাহেব এই দিনটিতে জেলা জুড়ে মাদক বিরোধী দিবস পালন করা হবে বলে জানান ।সেই উপলক্ষে জেলার বিভিন্ন ব্লকে পথসভা ,পদযাত্রা ,মানব বন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান ।এই দিনের আলোচনায় পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধের দাবি তোলা হয় ।পাশাপাশি এও বলেন যে মদ হলো দেশের ৯০ শতাংশ অশান্তি ও অপরাধ মূলক কার্যকলাপের মূল উৎস তাই রাজ্য সরকারের কাছে মদ নিষিদ্ধের দাবি জানান ।এইদিন মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে মদ বিরোধী বিরোধী কর্মসূচি লক্ষ্য করা যায় ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ।