টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব চম্পারনের জামুয়া গ্রামে বিজয় মিছিলের সময় বিজেপি সমর্থকরা ভাঙচুর করলো একটি মসজিদ। মসজিদের ভিতরে থাকা পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। ভাঙচুরের ঘটনার সময় মসজিদের মাইক এবং এর দুটি গেট ভেঙে দেওয়া হয়েছে।
জামুয়ায় প্রায় ২০-২৫ মুসলিম পরিবার এবং ৫০০ হিন্দু পরিবার রয়েছে। জামুয়া ঢাকা বিধানসভা আসনে পড়ে, যেখানে বিজেপি নেতা পবন কুমার জয়সওয়াল বিজয়ী হয়েছেন।
মসজিদের তত্ত্বাবধায়ক মাজহার আলম জানান, মাগরিবের নামাজের সময় মসজিদে পাথর ছোঁড়া হয়েছিল। তিনি দ্য ওয়্যারকে বলেন, “এই বিজয় মিছিলে প্রায় ৫০০ জন লোক ছিল যারা বিধানসভা নির্বাচনে পবন জয়সওয়ালের বিজয় উদযাপন করছিল। তারা মসজিদের নিকটে এলে এতে পাথর ছুঁড়তে শুরু করে এবং “জয় শ্রী রাম” বলতে বলতে মসজিদের গেট ও মাইক ভেঙে ফেলে। তিনি আরও জানান, এটি এলাকার অন্যতম প্রাচীনতম মসজিদ।