টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব প্রতিনিধি :- করোনা সঙ্কটের সময় বেশ কিছু মাস যাবৎ বন্ধ ছিল টলিউডের কাজ। রাজ্য সরকারের থেকে অনুমোদন পাওয়ার পর ফের চেনা ছন্দে ফিরতে শুরু করেছে টলিউড। দীপাবলির মরশুমেই বেশ কিছু নতুন বাংলা ছবির হাল-হকিকৎ, নতুন পরিচালকের কথা জানা গেল।
সূত্রের খবর, চলতি বছরের বড়দিনেই বড়পর্দায় প্রত্যাবর্তন ঘটবে কাকাবাবু ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। বৃহস্পতিবার এই ছবি মুক্তি পাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় ফলাও করে জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এদিন তিনি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর পোস্টার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এই ছবির শুটিং লকডাউন শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকায় হয়ে গিয়েছিল। তবে লকডাউন শুরু হওয়ার আগেই তাঁরা শুটিং সেরে ফিরে এসেছিলেন।
অপরদিকে নতুন অবতারে দেখা যাবে এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। বর্তমানে তিনি ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিকে খোক্কসী রানির ভূমিকায় অভিনয় করছেন। এর পাশাপাশি তিনি পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আগামী মাসে তিনি একটি ওয়েব ফিল্ম পরিচালনা করতে চলেছেন। নিজেই চিত্রনাট্য লিখেছেন বলে জানা যাচ্ছে।