টি নিউজ ওয়ার্ল্ড: বিহার বিধানসভা নির্বাচনে হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়েসীর দল ৫ টি সিটে জয়লাভের পর পশ্চিমবঙ্গে সংখ্যালঘু বঞ্চনার অভিযোগ তুলে রাজ্যে বিধানসভা নির্বাচনে লড়াই করবে বলে জানিয়েছেন মিম সুপ্রিমো ব্যারিষ্টার আসাদুদ্দিন ওয়েসী ।সংখ্যালঘু ভোট আটকাতে বাম,কগ্রেস ,তৃণমূল কংগ্রেস সব দলই মিমকে বিজেপির বি টিম বলে সমালোচনা করতে ব্যাস্ত ।বিরোধী দলগুলির অভিযোগ মিম প্রার্থী দিলে আদতে বিজেপির লাভ হবে ।
মিমকে নিয়ে রাজ্য রাজনীতি যখন সরগরম ঠিক সেই সময়ে মিমের পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত মুখ আনোয়ার হোসেন পাশা সহ তার অনুগামীরা সদলবলে আজ তৃণমূলের মন্ত্রী ব্রাত্য বসু ও মলয় ঘটকের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ।
সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এই দাবি করেছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্যর দাবি, মিম-এর পশ্চিমবঙ্গের সব থেকে বড় স্তম্ভ, সব থেকে বড় মুখ আনোয়ার হোসেন পাসা যোগ দিলেন তৃণমূলে। এমনকী তাঁর সঙ্গে আরও অনেকেই শাসক শিবিরে নাম লেখালেন। ফলে এ রাজ্যে থাবা বসানোর আগে ভাঙন লেগে গেল ‘মিম’-এ।
যদিও মিম-এর অপর নেতা জামিরুল হাসান বলেন, ‘আনোয়ারের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। তাই ৬ মাস আগেই দল তাঁকে সাসপেন্ড করেছে। এরা মিম-এর কেউ নয়। মিমের সবাই তৃণমূলে চলে গিয়েছে, এটা একেবারেই মিথ্যা।
তৃণমূলে যোগ দিয়ে সাংবাদিক বৈঠকে আনোয়ার পাশা বলেছেন, ‘ সব ধর্মের সহাবস্থান বাংলায়। তাতে বিভাজনের চেষ্টা হচ্ছে। ভোট ভেঙে বিহারে ক্ষমতায় এসেছে গেরুয়া শক্তি। বিহারে যা হয়েছে বাংলায় তা হতে দেওয়া যাবে না। গেরুয়া শক্তিকে রুখতে মমতার হাত শক্ত করুন।’
“মহানুভবতার” পরিচয় দিয়ে নজির গড়লেন জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস!