টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা:- হায়দরাবাদের নতুন নামকরণের উদ্যোগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশে পালটা তোপ দাগলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।
গ্রেটার হায়দরাবাদ পুর নিগমের নির্বাচনী প্রচারে এসে শনিবার যোগী আদিত্যনাথ পথসভায় বলেছিলেন, বিধানসভা নির্বাচনে অন্ধ্র প্রদেশে ক্ষমতায় বিজেপি এলে হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর করতে তাঁর কাছে অনেকে প্রস্তাব দিয়েছেন। অযোধ্যা ও প্রয়াগরাজের উদাহরণ টেনে যোগী জানান, এই বিষয়ে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।
এর কয়েক ঘণ্টা পরে সন্ধ্যায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করে এআইএমআইএম প্রধান ওয়াইসি পালটা মন্তব্য করেন, ‘আপনার গোটা প্রজন্ম শেষ হয়ে গেলেও হায়দরাবাদের নাম হায়দরাবাদই থাকবে। নির্বাচন আসলে হায়দরাবাদ বনাম ভাগ্যনগরের। আর যদি হায়দরাবাদের নতুন নামকরণ করতে চান, তা হলে মাজলিদের ভোট দিন।’
ওয়াইসি আরও বলেন, ‘ওরা নতুন নামকরণ করতে চায়। ওরা সব কিছুরই নতুন নাম দিতে চায়। আপনার নাম পালটে যাবে, কিন্তু হায়দরাবাদের অন্য কোনও নাম হবে না। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এখানে এসে বলছেন হায়দরাবাদের নাম পরিবর্তন করবেন। আপনি কি এর জন্য ঠিকা নিয়েছেন?’
এর পর এআইএমআইএম প্রধান বলেন, ‘দেখে মনে হচ্ছে না এটা হায়দরাবাদ শহরের কোনও নির্বাচন। মনে হচ্ছে যেন নরেন্দ্র মোদীর জায়গা নতুন প্রধানমন্ত্রীর জন্য নির্বাচন হচ্ছে। সম্প্রতি কারওয়ানের এক সভায় গিয়েছিলাম। সেখানে সবাইকে আসার জন্য অনুরোধ জানাতে একটি শিশু বলে উঠল, ট্রাম্পকেও ডাকা উচিত ছিল। ও ঠিকই বলেছে, এবার দেখছি শুধু ট্রাম্পই বাদ পড়লেন।’
হায়দরাবাদের পুর নির্বাচনে এবার ত্রিপাক্ষিক লড়াইয়ে মুখোমুখি শাসক তেলাঙ্গনা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস), এআইএমআইএম ও বিজেপি। সম্প্রতি বিধানসভা উপ-নির্বাচনে ডুব্বক কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। তাতে উদ্বুদ্ধ হয়ে পুরভোটের প্রচারে একাধিক হাই প্রোফাইল জাতীয় স্তরের নেতাকে আমন্ত্রণ জানিয়েছে স্থানীয় গেরুয়া শিবির।