টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব প্রতিনিধি:-– আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই আফগানিস্তান ও ইরাক থেকে মার্কিন সৈন্য বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সেক্রেটারি ক্রিস্টোফার মিলার জানিয়েছেন,
“আফগানিস্তান ও ইরাকে আমরা সফলতা অর্জন করেছি। এখন কাজ হলো আমাদের সদস্যদের ঘরে ফিরিয়ে নিয়ে আসা।”
অন্যদিকে আমেরিকার সৈন্যদের ঘরে ফিরিয়ে নিয়ে আসার ঘোষণাকে নিজেদের জয় হিসেবে দেখছে আফগানিস্তানের তালিবানরা। তালিবানদের বক্তব্য,
“দীর্ঘ ২০ বছরে মার্কিন সৈন্যরা নিজেদের ক্ষতিসাধন ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি, তাই একরকম বাধ্য হয়েই তারা দ্রুত আফগানিস্তান ছাড়তে চাইছে।”
বর্তমানে আফগানিস্থানে প্রায় সাড়ে চার হাজার মার্কিন সৈন্য সক্রিয় রয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের প্রাথমিক ঘোষণা অনুযায়ী আগামী মাসের ১৫ তারিখের মধ্যে ২৫০০ সৈন্য দেশে ফিরিয়ে নেওয়া হবে। পরে ধাপে ধাপে বাকি সব সৈন্যদের আমেরিকায় ফিরিয়ে নেওয়া হবে। তবে ইতিমধ্যেই আমেরিকার বিরোধী পক্ষ ডেমোক্র্যাটদের বেশকিছু আইনপ্রণেতা মার্কিন সৈন্য ফিরিয়ে নেওয়ার প্রবল বিরোধিতা করেছেন। এমনকি শাসক দল রিপাবলিক পার্টির কিছু নেতাও সৈন্য প্রত্যাহারের বিরোধিতা করেছেন। তবে এতকিছুর পরেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিদেশনীতিতে বিশেষ কিছু পরিবর্তন না করেই তার পূর্বসূরিদের দেখানো পথেই কায়েম থাকবেন বলে মনে করা হচ্ছে।
হায়দারাবাদের নাম পাল্টানোর ঠিকা নিয়েছে বিজেপি!আসাদদ্দুদিন ওয়াইসি