বনধ্ সমর্থনে এবং কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সি.পি.আই.এম এর মহামিছিল জলঙ্গিতে !
সামসুজ্জামান * জলঙ্গি
টি নিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ ১৩ দিন ধরে চলছে কৃষক বনাম কেন্দ্রের লড়াই। কেন্দ্রের কালা আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির রাজপথে নেমেছেন দেশের বিভিন্ন রাজ্যের কৃষকেরা। না খেয়ে, না ঘুমিয়ে এই আন্দোলন জারি রেখেছেন সমস্ত কৃষক। আজ ৮ই ডিসেম্বরে সারা ভারত বনধ্ এর দাবি তোলেন তাঁরা। কৃষক নেতারা বলেন, “কাউকে জোর করে এই বনধ্ সমর্থনে আমরা নিতে চাই না, যারা স্বেচ্ছায় আসতে চান শুধু মাত্র তাঁরাই আসুন আমাদের সাথে”। বিজেপি ছাড়া প্রায় সমস্ত রাজনৈতিক দলেরাই এই বনধকে সমর্থন করেছেন। এবং আজকে দেশের সর্বত্র এই বনধ্ সমর্থনে এবং কৃষি কালা প্রত্যাহারের দাবিতে সুর তোলেন প্রায় সব রাজনৈতিক দল।
সিপিআইএম এর নেতা-কর্মীরা আজ সকাল থেকেই জলঙ্গিতে বনধ্ সমর্থনে এবং কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মহামিছিল বের করেন। তাদের দাবি, কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং কৃষকদের উপযুক্ত পাওনা দিতে হবে। এদিন জলঙ্গি ব্লকের প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার বলেন, “আমাদের একটাই দাবি, কালা কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। প্রায় চার লক্ষেরও বেশি কৃষক দিল্লির রাজপথে রয়েছেন, চল্লিশ হাজার মহিলা রয়েছেন। তাঁরা এই কালা আইন প্রত্যাহারের দাবিতে লড়াই করছেন। আমরাও এই বনধকে সমর্থন করছি”।