কৃষি বিল নিয়ে হরিরামপুরে এক সভা থেকে মুখ খুললেন। লড়াকু নেতা বিপ্লব মিত্র।

0
Spread the love

টি নিউজ ওয়ার্ল্ড: নিজস্ব সংবাদদাতা হরিরামপুর:- বিজেপি সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে চলছে কৃষক আন্দোলন । রাজধানী দিল্লিতে হাজার হাজার কৃষকরা এই রাতের পর রাত কৃষকবিরোধী বিলের বিরুদ্ধে পথে নেমেছে ।অনির্দিষ্টকালের জন্য এই কৃষক আন্দোলনে অবরুদ্ধ দিল্লি ।এই কৃষক আন্দোলনের সমর্থনে নেমেছে সাধারন মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দল। গত ১১.১২.২০ শুক্রবার বিকাল ৩ টায় হরিরামপুরে তৃণমূলের এক সমাবেশে দঃ দিনাজপুরের তৃণমূলের প্রাত্তন সভাপতি ও হরিরামপুর বিধানসভার প্রাত্তন বিধায়ক বিপ্লব মিত্র এই সভা থেকে বিপ্লব মিত্র বলেন আজকে যে কৃষি আইন পার্লামেন্টে রাতের অন্ধকারে একাই পাশ করে নিয়েছে বিজেপি। সেই সময় পার্লামেন্টে প্রস্তাব পাস হয়েছিল এই কৃষি কৃষি বিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীতা করে বলেছিলেন এই কৃষি বিল কৃষকদেরক গোলাম বানিয়ে রাখবে। আরও জানান এই কৃষি বিল ভঙ্কর ইংরেজদের আমলে ইংরেজরা যেভাবে নিল চাষ করাতো ঠিক। একই এই কৃষি বিল কৃষকদের জন্য। তাই আজকে আমরা হরিরামপুরের মানুষের কাছে বার্তা দিয়ে যাই যে আপনারা আন্দোলন করুন আমাদের সাথে। ঠিক আমরা এই কৃষি আইন পার্লামেন্টে রাতের অন্ধকারে পাস করা বিল। আজ আমরা আন্দোলন করে এই কৃষি বিল প্রত্যাহার করেই ছাড়বো বলে জানিয়েছেন।

এই কর্মসূচিকে কেন্দ্র করে বিপ্লব মিত্র বলেন আমাদের তৃণমূলের পক্ষ থেকে হরিরামপুর বক্লের এর ৬ টি পঞ্চায়েতের গ্ৰামে গ্ৰামে আমাদের প্রতিনিধি দল বাড়ি বাড়ি যাবে সাধারণ মানুষের কাছে জানবে কার কি অসুবিধা। যাদের খাদ্য সাথীর কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড, থেকে জার যে অসুবিধা খুলে জানতে চাইবেন আমাদের প্রতিনিধি দল, আমরা সাধারণ মানুষের অসুবিধা পুরন করবো বলে জানিয়েছেন লড়াকু নেতা বিপ্লব মিত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here