কৃষক আন্দোলনের সমর্থনে কলকাতায় বিভিন্ন গণসংঠন গুলির মিছিল

0
Spread the love

 

টিনিউজ ওয়ার্ল্ড ,নিজস্ব সংবাদদাতা :-বিজেপি সরকারের কৃষি বিলের বিরুদ্ধে উত্তাল ভারতের রাজধানী ।অবিলম্বে কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে লক্ষ লক্ষ কৃষক দিল্লিকে অবরুদ্ধ করে রেখেছে। সরকারের সাথে কয়েক দফা বৈঠক হলেও মেলেনি কোন সুরাহা ।কৃষক সংগঠন গুলির দাবি যতক্ষন না এই কৃষক বিরোধী আইন সরকার বাতিল করছে ততদিন এই আন্দোলন চলবে ।
অন্যদিকে দিল্লির এই কৃষক আন্দোলন ঢেউ সারা দেশে আছড়ে পড়েছে ।পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই বিলের বিরোধিতায় পথে নামতে লক্ষ্য করা যাচ্চে ।

গতকাল কলকাতায় পার্ক সার্কাস থেকে প্রায় ২০ টি গণ সংগঠনের উদ্যোগে হাজার হাজার মানুষকে কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে পথে মিছিলে পা মেলাতে লক্ষ্য করা যায় ।
কৃষক বিরোধী আইন বাতিলের পাশাপাশি বিদ্যুৎ বিল বাতিলের দাবি জানানো হয় ।
বিভিন্ন শ্রমিক ,সংখ্যালঘু ,দলিত ,মানবাধিকার সংগঠন ও শিখ সম্প্রদায়ের মানুষদের এদিনের মিছিলে অংশগ্রহণ করতে লক্ষ্য করা যায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here