বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শিবির

0
Spread the love

বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শিবির

টিনিউজ ওয়ার্ল্ডড, নিজস্ব সংবাদদাতা :-  মানুষের জীবনের একটি অমূল্য উপাদান হলো রক্ত কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রক্তদানে অনীহা ও অনেক মানুষই নিজের রক্তের গ্রুপ কি সেটা পর্যন্ত জানে না। আজকের বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলার পাইকর থানার মিত্রপুর অঞ্চলের বাংলা সংস্কৃতি মঞ্চের সহযোদ্ধারা সম্পূর্ণ বিনামূল্যে 450 জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে দেন এবং প্রত্যেকের হাতে গ্রুপ কি সেই সংক্রান্ত একটি করে শংসাপত্র তুলে দেওয়া হয়। বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবুল হাসান শামিম, বাদল শেখ এছাড়াও বাংলা সংস্কৃতি মঞ্চের সহযোদ্ধারা। রক্তের গ্রুপ নির্ণয় শিবিরে এসে ঝরনা মাল, রত্না মালরা জানান আমরা নিজেদের রক্তের গ্রুপ কি সেটা জানতাম না, কীভাবেই বা পরীক্ষা করে সেটাও জানতাম না, বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যরা আমাদের বাড়িতে এসে রক্তের গ্রুপ নির্ণয় এর জন্য সচেতন করে, আমরা এই গ্রুপ নির্ণয় শিবিরে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করি এবং রক্তের গ্রুপ কি সেটাও জানতে পারি। আমরা চাই ভবিষ্যতে এধরনের শিবির প্রতিটি এলাকায় হোক।

বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলার কার্যকরী সম্পাদক মোঃ রিপন জানান বর্তমানে দেখছি মানুষ নিজের রক্তের গ্রুপ পর্যন্ত জানে না, হঠাৎ করে কোনো দুর্ঘটনাগ্রস্ত হলেই হাসপাতালে রক্তের গ্রুপ জানতে চাই কিন্তু রক্তের গ্রুপ নির্ণয় করা থাকে না বলে অনেক সময় প্রাণহানি পর্যন্ত হয়, আমরা আগামী দিনের প্রত্যেকটি অঞ্চলে এভাবেই রক্তের গ্রুপ নির্ণয় শিবির করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here