নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড:- এবারে মন্ডপ শূন্য হবে দুর্গা পূজো! কলকাতা হাইকোর্টের নির্দেশ প্রায় দশ এগারো মাস থেকে করোনা ভাইরাসের কারণে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধরনের বন্ধ ছিল।
দুই ঈদও পালন হয়েছে বাড়িতে।
এবার দুর্গা পূজোও হবে নির্দেশিকা মেনে।
বর্তমানে করোনা ভাইরাস ক্রমশঃ বেড়েই চলেছে।
তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ হচ্ছে, পূজো মন্ডপের ভেতরে কেউ প্রবেশ করতে পাবে না বরং যারা কমিটি থাকবে তারাই কেবল ১৫-২৫ জন ঢুকতে পারে।
পূজো মন্ডপের বাইরে লিখতে হবে নো ইন্ট্রী অর্থাৎ প্রবেশ নিষেধ।
এ সমস্ত বিধিনিষেধ মেনেই পূজো অনুষ্ঠান শেষ করতে হবে।