কৃষি আন্দোলনের জের: হরিয়ানাতে পৌরসভা ভোটে ধরাশায়ী বিজেপি

0
Spread the love

টিনিউজ ওয়ার্ল্ড, নিজস্ব সংবাদদাতা :- কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে ক্ষোভের প্রভাব পড়ল এবার ভোটবাক্সে। বিজেপি শাসিত হরিয়ানায় পৌরসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ল শাসক  বিজেপি–জেজেপি জোট সরকার।
গত রবিবার হরিয়ানার অম্বালা, পাঁচকুলা, সোনিপত, রেওয়ারির ধারুহেরা, রোহটাকের সাঁপলা এবং হিসারের উকলনায় পৌরসভার নির্বাচন ছিল। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট–গণনা। রেওয়ারির ধারুহেরা, হিসারের উকলনার ঘাঁটিতে ধরাশায়ী দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টি। শেষ পাওয়া খবর, ‌সোনিপতে প্রায় ১৪ হাজার ভোটে জয় পেয়েছে কংগ্রেস। সেখানে প্রথম মেয়র হতে যাচ্ছেন নিখিল মদন। অম্বালায় প্রায় ৮ হাজার ভোটে জয় পেয়েছেন হরিয়ানা জনচেতনা পার্টির শক্তিরাণি শর্মা। তবে পাঁচকুলায় এগিয়ে বিজেপি। সেখানে এখনও গণনা চলছে।

কাল বিকেল নাগাদ কংগ্রেস নেতা শ্রীবৎস টুইটে বলেন, ‘কৃষক আন্দোলনের কেন্দ্রবিন্দু দিল্লির সিঙ্ঘু সীমানার কাছেই এই সোনিপত। বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই এই অবস্থা!‌’‌ মনে করা হচ্ছে যে; কালা কৃষি বিলের বিরুুদ্ধে এবং কৃষি আন্দোলনের সমর্থনেই হরিয়ানার জনসাধারণ ভোট দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here