টিনিউজওয়ার্ল্ড, নিজস্ব প্রতিবেদনঃ ২০২০ তে হজে অংশগ্রহনকারি হজযাত্রীরা এখনো দ্বিধার মধ্যে যে তাদেরকে বাধ্যতামূলক আয়কর রিটার্ন জমা দিতে হবে কিনা।
মন্ত্রনালয় থেকে হজের খরচকে এখনো অব্দি আয়কর মুক্ত ঘোষনা করা হয়নি যদিও হাইদারাবাদ হজ হাউস থেকে কেন্দ্রীয় অর্থদপ্তরে আবেদন জানানো হয়েছে যে যাতে হজের খরচকে আয়কর মুক্ত রাখা হয়। কিন্তু সেখান থেকে এখনো অব্দি কোন জবাব না আসায় ধরেই নেওয়া হচ্ছে যে সকল হাজিদেরকেই আয়কর রিটার্ন জমা দিতে হবে। কারন নতুন সময়সীমায় আর মাত্র ৭ দিনের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতেই হবে এবং ২ লাখের বেশি খরচ হওয়ায় প্রত্যেক হাজিকেও এই রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।