মহারাষ্ট্রে হাসপাতালে আগুন: সাত শিশুর মৃত্যু

0
Spread the love

শনিবার ৯ জানুয়ারী ২০২১ রাত ২ টার সময় মহারাষ্ট্রের ভান্ডারার জেলা হসপিটালে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে ১০ জন শুিশুর মৃত্যু হয়েছে। যাদের বয়স ১ দিন হতে তিন মাস পর্যন্ত। আগুন লাগার কারণ হিসাবে বলা হচ্ছে যে বিদ্যুৎ এর শর্ট শার্কিটের কারণেই এই আগুন লেগেছে।

জেলা প্রশাসক ; SP সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।  সিবিল সার্জেন প্রমোদ খান্ডতে বলেন; নিউবার্ন কেয়ার ইউনিটের +SNUC) তে রাত দুইটা নাগাদ আগুন লাগে। তখন সেখানে ১৭ জন শিশু ছিল। ৭ জন শিশুকে ঘটনাস্থল হতে সুরক্ষিতভাবে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বাকি ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এই মুহুর্তে হসপিটালকে বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ মন্ত্রী রাজেশ টোপে বলেন; এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। দমবন্ধ হয়ে মারা যাওয়া বাচ্চাদের পোস্টমর্টেম করা হবে না। ঘটনার তদন্ত করা হবে এবং যদি কাউকে দোষী পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here