নিজস্ব সংবাদ দাতা টি নিউজ ওয়ার্ল্ড :-জননেতা শ্ৰী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সম্প্রীতি দিবস পালিত হল বহরমপুরে।
সত্যিই এই দিবস উদযাপন খুবই আনন্দ দায়ক।
কারণ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে ধর্মের নামে এবং রাজনীতির নামে যেভাবে সাম্প্রদায়িকতার বাড়াবাড়ি মানবতাকে বিপর্যস্ত করে দিয়েছে।
মানবতার কল্যাণে সর্ব ধর্ম শিক্ষা দেয়। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ যেই শিক্ষার প্রতি মানুষকে অনুপ্রাণিত করেছিলেন,সেটা আজকে বিলুপ্ত প্রায়।
মানুষ মানুষের জন্য মানুষের সাথে মানুষের পাশে সর্বদাই থাকাটাই হলো প্রকৃত মানবতা।
স্বামী বিবেকানন্দ সর্ব ধর্ম শিক্ষার বার্তায় মানব প্রেমের বাণী ও ভ্রাতৃত্বের শিক্ষার কথা বলেছিলেন।
তাই সেই শিক্ষার পুনরুজ্জীবিত করতে বহরমপুর শহরে পালিত হল সম্প্রীতি দিবস।
এই সম্প্রীতি দিবস সত্যিই অতুলনীয় প্রশংসিত বলে জানিয়েছেন বিভিন্ন মহল এবং এলাকাবাসী।