কৃষকদের দাবির সমর্থনে পাশে দাঁড়ানোর পাশাপাশি কৃষি আইন প্রত্যাহারের দাবি পপুলার ফ্রন্টের

0
Spread the love

নিজস্ব সংবাদ দাতা ; টি নিউজ ওয়ার্ল্ড :-জাতীয় কার্যনির্বাহী কমিটির সভায় একটি রেজুলেশন পাশ করিয়েছে । তাতে পপুলার ফ্রন্ট কৃষি বিল প্রত্যাহারের দাবিতে চলমান কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছে । পপুলার ফ্রন্টের জাতীয় কার্যনির্বাহী কমিটি বিতর্কিত কৃষি আইন তিনটি প্রত্যাহারের দাবি জানিয়েছে, যে আইনগুলিকে সারা দেশের কৃষকেরা বর্জন করেছে ।দেশের সর্বোচ্চ আদালত কৃষি আইন তিনটি কার্যকরী করার ক্ষেত্রে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য চার জনের একটি গঠন করেছে। যখন এক শ্রেণির মিডিয়া আদালতের এই সিদ্ধান্তকে “কৃষক-সহায়ক” বলে তুলে ধরছে, কিন্তু বাস্তবে এটা ঠিক যে, কৃষক সংগঠনগুলি বিভিন্নভাবে এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে । কৃষক সংগঠনগুলোর কোনো একজন প্রতিনিধিকেও আদালত সেই কমিটিতে স্থান দেয়নি । তার পাশাপাশি কমিটির চার জন সদস্যই কৃষি আইনের সমর্থক হিসেবে পরিচিত, যারা মনে হচ্ছে সরকারের দালাল । কমিটির রিপোর্ট মনে হচ্ছে কৃষি আইনের সমর্থনে যাবে । আদালতের এহেন সিদ্ধান্ত কৃষকদের আশ্বাস দেওয়ার এমন কিছু নেই এবং তারা তাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে । তবুও কেন্দ্রীয় সরকার আদালতের আদেশকে চলমান আন্দোলনকে সহিংসভাবে দমন করার অজুহাত হিসাবে ব্যবহার করবে বলে খুবই সম্ভাবনা রয়েছে, যেমনটি এর আগে নাগরিকত্ব আন্দোলনের ক্ষেত্রে হয়েছিল।

পপুলার ফ্রন্ট কৃষকদের দাবিকে সমর্থন করে এবং দাবি করেছে যে সরকার বিনা শর্তে সারাদেশে কৃষকদের দ্বারা প্রত্যাখ্যান করা বিতর্কিত কৃষি বিল তিনটি বাতিল দ্রুত বাতিল করুক । দেশের নাগরিক সমাজ যেন এবার এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে ব্যর্থ হতে না দেয়। আমরা চাই, জোর করে কৃষকদের দমন করার জন্য কেন্দ্রীয় সরকারের যে কোনও প্রয়াসের বিরুদ্ধে দেশবাসী সজাগ থাকুক।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here