রামপুরহাট টাউনে মৃত্যুর কবলে নাবালক

0
Spread the love

 

নিজস্ব সংবাদ দাতা; টি নিউজ ওয়ার্ল্ড:-“আবারও এক দুর্ঘটনার শিকার এক নাবালক-!

প্রিয় পাঠক মন্ডলী,
রামপুরহাট- বীরভূমের, মোবাইল চুরির অভিযোগে গণপিটুনি এক নাবালক। দুস্থ অসহায় ছেলে ক্ষুধার জ্বালায় এখানে ওখানে সেখানে খাবার সংগ্রহের জন্য চলাফেরা করে, তাহার কার্যকলাপ দেখে সন্দেহ মূলক ভাবে তাকে ধরার প্রতিক্রিয়া করে, ভয়ের জোরে দৌড়াতে থাকে, ফলে- ভাগ্যবশত টাউন এলাকার মানুষ জনগণ পিছু ধাওয়া করতে লাগে, ফের নাবালকের গণপিটুনি শুরু হয়ে যায়। ভরাক্রান্ত ক্ষুধার্ত অসহায় নাবালক ভয়ে ভীত হয়ে মৃত্যুর কবলে পড়ে যায়।
ঘটনাস্থলে বোঝা যায় কোন এক মানবদরদী সেটাকে আটক করে এবং নাবালকের স্বাস্থ্যের জন্য, রামপুরহাট সুপার স্পেশালিস্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
প্রতিবাদ করছে কিন্তু তুচ্ছ বিষয়ে প্রতিবাদ করছে-!
যেমন, রুটি চুরি, মোবাইল চুরি ,খাদ্য- খাবারের চুরি, এইসবের গণপিটুনি চলছে দেশে।
কিন্তু এ থেকেও কত বড় বড় আমাদের চোখের সামনে পুঁজিপতিরা, শক্তিশালীরা চুরি করছে ভূলুণ্ঠিত করছে সেই সময় আমরা চুপ-! তখন জনগণের আওয়াজ নিরব, চোখে দেখেও মনে হচ্ছে কিছুই দেখিনি, কানে শুনেও কিছু শোনেন নি।
আজকে ভাবতে অবাক লাগছে, কি হয়েছে মানবিকতার বন্ধন, আওয়াজ ,প্রতিবাদ-! দুঃস্থ অসহায়দের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে; কিন্তু পুঁজিপতিরা শক্তিশালীরা যখন অন্যায় করে, তখন জনগণ নিরব–! একি আজব—- দেশ—-?
সত্য সময়ের সঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here