নিজস্ব সংবাদ দাতা ; টি নিউজ ওয়ার্ল্ড :-দিনের পর দিন বাংলা তথা গোটা ভারতের রাজনৈতিক পরিস্থিতি বিষাক্ত করে করে তুলেছে ফ্যাসিবাদী শক্তি ও এক শ্রেণীর দালাল মিডিয়া এমন অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুরে সভা করলো বন্দিমুক্তি কমিটি ও এনআরসি বিরোধী সংহতি নামক দুটি সংগঠন ।
রবিবার দুপুর নাগাদ বহরমপুরের ঋত্বিক সদন সংলগ্ন পিআরসি হলে এই সভাটি অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং বর্তমানের সংবাদমাধ্যমগুলির ভূমিকা নিয়ে আলোচনা করা হয় এই সভায়।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছোটন দাস, ‘ঝড়’ পত্রিকার চন্দ্র প্রকাশ, বিপ্লব বিশ্বাস, এসডিপিআই রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, সাংবাদিক অনল আবেদিন এবং ‘রংধনু’ পত্রিকার সম্পাদক জয়নুল আবেদিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আজকের এই সভা থেকে হিন্দুত্ববাদী ও ফ্যাসিস্ট শক্তির নিন্দা করা হয় এবং বাংলাবাসীকে এই শক্তিকে পরাজিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিভিন্ন সময় মুর্শিদাবাদ নিয়ে এক শ্রেণীর মিডিয়ার মিথ্যা অপ্রচারের নিন্দা প্রকাশ করা হয় ।