নিজস্ব প্রতিবেদন ; টি নিউজ ওয়ার্ল্ড:-“বর্তমানে ভয়ঙ্কর শাসক-!
সংবিধান অনুযায়ী আমরা প্রত্যেকেই ভারতবাসী, অন্যান্য দেশ থেকে এক সবিশাল বিরল দেশ আমাদের, যেখানে বহু ভাষা, বহু গোত্র , সবাই আমরা ধর্মনিরপেক্ষ জীবন যাপন করি। পদলোভী কিছু শাসক , আমাদেরকে আত্মসাৎ করে ভয়ে ভীত করে এবং কোন কিছুতেই শান্তি নেই, আমাদের সম্পর্কটা কে ছিন্নভিন্ন করে, শান্তিপুরম কে অশান্তিপুরমে * পরিণত করেছে । জনগণের চোখে চশমা পরিয়ে, কখনো মন্দির ,কখনো মাজার দরগাহ এই এদের কাজ। এইসব জনস্বার্থ কাজের পিছনে ভয়ঙ্কর দৃশ্য রয়েছে; যেমন – আত্মসাৎ , পদলোভীরা ,লুন্ঠনের আখড়া বাজি। আপন জন্মভূমিতে নিজের- নিজেকেই দোষী সাব্যস্ত করছে তারা, প্রয়োজনে বর্তমান শাসকরা, বর্ডারে সৈনিক হত্যা, দেশের মাটিকে ক্রয়-বিক্রয় এমনকি শহরে, মন্দিরে, মসজিদে আতশবাজি। এই মহানুভবতার কৃতিত্ব, আজকের শাসনকাল।
কিছু মহাপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ,বর্ণপরিচয় ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর , সংস্কৃত স্বামী বিবেকানন্দ জি।
এছাড়াও পূর্বের কিছু শাসক গোষ্ঠী ; মানুষের জন্য -! নিজের জীবনকে বলিদান করেছে। যেমন-আবু বকর সিদ্দিকী, ইবনে আলী; আলী বিন আবূতালিব, ওসমান গনি, আমিরুল মুমিনিন ওমর ফারুক। এরা বিশ্ব-ইতিহাসের সুচরিত্রের অধিকারী। ঐতিহাসিক কৃতিত্বের মহানুভবতা রয়েছে-বিশ্ব সাক্ষী। বর্তমানে বৃদ্ধা, যুবক- যুবতী , নবজাত শিশুরাও ডাকছে তাহাদের ,হে- ওমর তুমি কোথায়-? হে আবু বকর তুমি কোথায় -! তোমরা কি আসবে না এই পৃথিবীতে। অপরাধী শাসকদের দমন করতে। যেমন-বেপরোয়া নর্তকী শালা, অশ্লীলতা, ধর্ষণ জীবন্ত মানুষ হত্যা, আমানতের খেয়ানত, অনলাইন পরিষেবায়-! যুবক- যুবতিকে ধ্বংসের প্রয়াস। আমাদের রক্ষা করো হে , জগৎবন্ধু প্রভু তুমি।
সত্য সময়ের সঙ্গে