নিজস্ব সংবাদ দাতা; টি নিউজ ওয়ার্ল্ড:-মানবাধিকার কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে,আসানসোল কোর্টে প্রতিবাদ কর্মসূচী
আসানসোল:
আসানসোলের হিরাপুরের এক ডব্লুবিসিএস অফিসার ও তার স্ত্রীর সাথে ডিভোর্সের কেস চলছে উচ্চ আদালতে। তাদের এক সন্তান আছে বলেও জানা গেছে।এমত অবস্থায় উচ্চ আদালত রায় দেয় সন্তানের সাথে তার পিতাকে ১৫ দিন অন্তর দেখা করতে দিতে হবে। কিন্তু ঐ আধিকারিকের স্ত্রী আদালতে অর্ডার কে মান্যতা না দিয়ে দেখা করতে দিতে চায় না। এরকম ভাবে প্রায় ৯-মাস চলছে। ফলে ওই অফিসার পুনরায় আদালতের দ্বারস্থ হয় এবং এই পেক্ষাপটে মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ রিজু হয়। সেই মোতাবেক মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী সহ আরো অন্যান্য কর্মীরা ওই আধিকারিকের স্ত্রীর বাড়িতে যাওয়ার ফলে, সেখানকার লোকাল বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বেশ কিছু মানুষজন দের মদ খাইয়ে , মানবাধিকার কর্মীদের উপর চড়াও হয়। অভিযোগ ওই বিজেপি নেতা সহ অন্যান্যরা মদ্যপ অবস্থায় ছিলেন। এবং মানবাধিকার কর্মীরা যা হোক করে প্রাণ নিয়ে সেখান থেকে ফিরে আসে। এই সমস্ত ঘটনার কথা জানিয়ে আসানসোল কোর্টে কর্মীরা প্রতিবাদ কর্মসূচি আয়োজিত করে। এ বিষয়ে মানব অধিকার কমিশন সঙ্গীতা চক্রবর্তী সহ মানবাধিকার কর্মীরা পুলিশকে ধিক্কার জানিয়েছেন এবং যারা আক্রমণ করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছেন।
মিরাজুল মল্লিকের রিপোর্ট বাংলা সংবাদ টিভি