স্কুল কলেজ খোলার দাবিতে প্রতিবাদ মালদাতে! SIO

0
Spread the love

নিজ্বস সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ড মালদা: গত বছরের মার্চ থেকে করোনা আবহে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পঠনপাঠন বন্ধ। এখনো পর্যন্ত শিক্ষাঙ্গনগুলি খোলার জন্য সরকারের কোন ধরনের সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না।

করোনা ভাইরাসের প্রকোপ কমতে থাকায় অন্যান্য সমস্ত প্রকার জমায়েত চললেও বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। বিদ্যালয় খোলার দাবি নিয়ে সারা রাজ্যব্যাপী এসআইও আন্দোলন পরিচালনা করছে । এরই অংশ হিসাবে আজকে মালদা শহরে রথবাড়ী মোড়ে মানববন্ধনের আয়োজন করে এসআইও মালদা জেলা।

মানববন্ধন থেকে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার দাবি জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রফিকুল ইসলাম , প্রাক্তন জেলা সভাপতি শফিকুল ইসলাম, জেলা সম্পাদক তারিক আনোয়ার, জেলা সংগঠক সম্পাদক নুরুজ্জামান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ । জেলা সভাপতি রফিকুল ইসলাম বলেন-“বহু মাস ধরে শিক্ষাঙ্গনে পঠনপাঠন বন্ধ।

রাজ্যে করোনা প্রকোপ আগের তুলনায় অনেক কমেছে।রাজ্যের প্রায় সমস্ত জায়গায় মিটিং-মিছিল সহ সমস্ত প্রকার জনসমাগম চললেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ। এতে জাতির ভবিষ্যৎ কান্ডারী ছাত্রছাত্রীদের স্কুলছুট সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।” তিনি সরকারকে অবিলম্বে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুল খোলার আহ্বান জানান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here