নিজস্ব প্রতিবেদন ; টি নিউজ ওয়ার্ল্ড:-ভ্রাতৃত্ব সম্মানে হিন্দু-মুসলিম ধর্মীয় পুস্তক বিতরণ সভা ঃ
প্রিয় দর্শক মন্ডলী,
বর্তমান উপস্থিতি কে লক্ষ্য করে, সন্তান-সন্ততিরা ধর্মীয় সভা , পুস্তক পঠন- পাঠনে সবকিছু ছেড়ে দিয়ে; পাবজি গেম, ফ্রী ফায়ার,
কেরাম, লুডো, রামি।
এইসবে আমাদের নবজাতক,
যুবশক্তি ধ্বংসের দিকে ; আগমনের বিলুপ্ত ছত্রছায়া ।আসক্তি ঘিরে ফেলেছে,
অসাধু শক্তি ।
আমাদের যুবসমাজকে নামের শিক্ষিত,
সাজগোজদিয়ে,
অশিক্ষিতর পরিণামে,
পরিধান- পরিমিতি করেছে।
আফসোস–!
আমাদের সমাজের গার্জেন , তাহারাও আদরের সন্তানদের
–সবকিছু মেনে নিচ্ছে; মাধ্যমিক, উচ্চমাধ্যমিক,
এমনকি -বি,এ , পাস
এরাও কোন একটা ফর্ম ফিলাপ অথবা ঠিকভাবে কিছু লিখতে ব্যর্থতা।
যেমন-: দপ্তরে অ্যাপ্লিকেশন লিখতে ও তারা সক্ষম নয়।
এ আবার কেমন- আজব দেশ –?
শিক্ষায়- শিক্ষিত ভেবেও
অশিক্ষিত রুপে।
জনগণ -ক্ষুধার্ত, দিশেহারা -বঞ্চিত ,কুসংস্কার, নিরক্ষর অন্ধযুগে; স্বাক্ষর অভিযান
— মনে হচ্ছে,
আবার আনতে হবে ফিরে–?
মন্দ কর্মে মজার -মোজে,
সবাই মনমত্তা জগৎজুড়ে।
খুলেছে হাট ,ঘাট ,নিত্য শালা অবৈধ মেলা গ্রামে- গঞ্জে;
লকবন্ধ বিদ্যালয় ,কলেজ,
স্কুল- যাব ভুলে।
বিনয় সুরে বলছি তবে,
দপ্তরে সরকার দৃষ্টি–
আকর্ষনে ;
ধর্ম কোন দলে –?
বন্ধু বলে দোলে।
শিক্ষার হার অধঃপতনে,
মূর্খ রাজ জেগেছে দেশে।
পড়ালেখা ,শিক্ষা তুমি-
বাই বাই-!
মনচিত্তালয়ে হৈ হৈ করে,
মধু মিলন বনাঞ্চলে।
সত্য সময়ের সঙ্গে।