মানবিকতার অনন্য দৃষ্টান্ত বিশিষ্ট সমাজসেবী আব্দুস সামি মহাশয়

0
Spread the love

নিজস্ব প্রতিবেদন ; টি নিউজ ওয়ার্ল্ড:-মানবাধিকার অনন্য দৃষ্টান্ত বিশিষ্ট সমাজসেবী আব্দুস সামি মহাশয়

শান্তির কামনা প্রত্যেক মানুষের মনে থাকলেও শান্তির প্রতিষ্ঠার খুবই অভাব হয়ে পড়েছে বর্তমান যুগে। মানুষ মানুষের জন্য কথাটি প্রবাদ বাক্য হিসেবে শুধু মাত্র কাব্যের পাতায় লিখিত। মানবিক মূল্যবোধ ও ন্যায় এর দায়িত্ব বোধ মানুষ হারিয়ে ফেলেছে।
এই রকম কঠিন মুহুর্তে তামিম ন্যাশনাল স্কুলের কোঅর্ডিনেটর আব্দুস সামি সাহেব মানবিকতার উচ্চ আদর্শ নিয়ে সদাই যেন উপস্থিত থাকেন হৃদয়ের আঙিনায়।
বড়চাঁদঘর গ্রাম থেকে হাট গোবিন্দ পুর গ্রাম পর্যন্ত একটি রাস্তা বিপদসংকুল অবস্থায় রয়েছে। অনেক খানাখন্দ রয়েছে রাস্তা টির মাঝে। ভীষণ উচুঁ নিচু অবস্থা তো ভয় পেয়ে যাবার মতো। গাড়ি উল্টিয়ে যাওয়া ও পথিক গণের জখম হয়ে যাওয়া তো নিয়মিত বিষয় হয়ে দাড়িয়েছে।
সরকার বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো উপকার মানুষ পায়নি। কিন্তু ঐ রাস্তা টি এলাকার লোকজন এর জন্য দেবগ্রাম যাওয়ার একমাত্র উপায় পলাশী হয়ে গেলে অনেকটা পথ অতিক্রম করতে হয়।
আজ আব্দুস সামি সাহেব সম্পূর্ণ নিজ অর্থ ব্যয়ে প্রায় এক কিলোমিটার রাস্তা মাটি ফেলে জেসিবি দিয়ে সমান করে রাস্তা টি সম্পুর্ন রূপে মেরামতের মাধ্যমে মানবিকতার এক স্বাক্ষর রচনা করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here