নিজস্ব সংবাদ দাতা; টি নিউজ ওয়ার্ল্ড:-রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে রক্তদান শিবির জঙ্গীপুর হাসপাতালে
আজকে 14.02.2021 তারিখে রবিবার রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।
রঘুনাথগঞ্জ থানার দুইজন এস.আই কাজী হাসানুজ্জামান ও পিণ্টু আলি মহাশয়ের তত্ত্বাবধানে রক্তদান শিবির সম্পন্ন হলো।
পূর্ণ সহোযোগীতায় গ্রীনপ্রিস স্বেচ্ছাসেবী সংস্থা।
রঘুনাথগঞ্জ থানা সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে থাকেন।
গত এক বছর করোনা মহামারীতে লক ডাউনে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমভাবে রঘুনাথগঞ্জ থানা সহযোগিতা প্রদান করেছেন।
মানুষকে অর্থ দিয়ে কখনো খাদ্যদ্রব্য দিয়ে মানবতার নজির সৃষ্টি করেছেন।
বর্তমানে রঘুনাথগঞ্জ থানার আই সি পার্থ ঘোষ মহাশয় সর্বদাই মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং থাকছেন।
রঘুনাথগঞ্জ থানার এসআই কাজী হাসানুজ্জামান মহাশয় সর্বদাই মানবতার সেবায় নিয়োজিত এবং তিনি মানুষকে খুবই ভালোবাসেন এবং সর্বাবস্থায় মানুষের পাশে থাকেন।
এই মহৎ উদ্যোগকে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন জঙ্গীপুরবাসীর গর্ব বিশিষ্ট সমাজসেবী সাহাদাত হোসেন মহাশয়।
আজকের এই মহৎ কাজে উপস্থিত ছিলেন,সেভ হিউম্যানিটি ব্লাড গ্ৰুপের ডিরেক্টর মুসলেহুদ্দীন মাযহারী এবং সক্রিয় সদস্য জাহাঙ্গীর সেখ এবং রাজেশ শেখ।
এছাড়াও রিলেশন ব্লাড গ্ৰুপের সভাপতি ইকলাল খান সহ আরো অনেকেই।
এদিন প্রায় জঙ্গীপুর হাসপাতালের ব্লাড ব্যাংকে ৩০-৪০ জন রক্ত যোদ্ধা রক্ত দিয়ে মানবতার নজির সৃষ্টি করলেন।
সমাজসেবী সাহাদাত হোসেন মহাশয় বলেছেন, আমরা আজকে বলে নয় বরং সব সময় মানুষের পাশে থাকি।
তিনি সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং
অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবান জানিয়েছেন রঘুনাথগঞ্জ থানার আই.সি পার্থ ঘোষ মহাশয়কে ও সমস্থ রক্তদাতা ভাইয়েদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রদান করেছেন।