নিজস্ব সংবাদ দাতা ; টি নিউজ ওয়ার্ল্ড:-আব্দুস সামাদ জঙ্গিপুর- আজ ১৭ই ফেবুয়ারি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ১৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে চলছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ইউনিটি মার্চ,মিছিল,কারাভান,তার অংশ হিসাবে আজ লালগোলা ডাকবাংলা ময়দানে প্রকাশ্যে জনসভা করলো পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। আজকের এই সভায় প্রথমেই বক্তা ও বিশিষ্ট জনদেড় বরন করে নেন। তার পরেই সংগঠনের পতাকা উত্তলন করেন। এছাড়াও দিল্লির বুকে কৃষি বিলের প্রতিবাদের দেশের অন্নদাতাদের যে আন্দলন চলছে সেই আন্দলনে ৩২ জন সংগ্রামি কৃষক শহীদ হয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন। আজকের এই জনসভাই উদ্বোধনী বক্তব্য রাখেন এই সংগঠনের অন্যতম দায়িত্বশীল শিক্ষক আবুল কাসিম মহাশয় তিনি বলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এই সংগঠনের আওয়াজ মজলুম,শোষিত,বঞ্চিত মানুষের আওয়াজ। আজ দেশ জুড়ে সাম্প্রদায়িক শক্তি সংবিধান বিরোধি কার্যকলাপের বিরুদ্ধে আমাদের এই সংগঠন। এছারাও বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম দায়িত্বশীল মোঃ সেলিম তিনি বলেন আজ দেশের অবস্থা খুব ভয়াবহ। আজ দেশের মাটিতে যে NRC নামক বিল পাশ হয়েছে এই বিলের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যভাবে লড়াই করতে হবে। এবং তিনি বলেন আমাদের আন্দোলন কোনো শান্তি প্রিয় হিন্দু ভায়ের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন তাঁদের বিরুদ্ধে যারা আজ সাম্প্রদায়িক ভাবে এই শান্তির ভারতবর্ষকে উত্তপ্ত করছে সর্বদা। এছারাও বক্তব্য রাখেন আজকের জনসভার বিশেষ অথিতি কলকাতা প্রেসিডেন্সী কলেজের অধ্যাপক ডক্টর এনামুল রহামান তিনি বলেন আজ আমাদের দেশ ভারত বর্ষ অন্যায়ে ভরে গিয়েছে। অন্যায় এবং ন্যায় সমন্ধে আমাদের জানতে হবে। এই সারাদেশ জুড়ে যে অন্যায় ছলছে এই অন্যায়ের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলেছে সারাদেশ জুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। এই সংগঠন একদিন নতুন ভারত উপহার দেবে ভারতবর্ষের মানুষকে। এছারাও বক্তব্য রাখেন সোশ্যাল ডেমোক্রেতিক পার্টি অফ ইন্ডিয়ার অন্যতম দায়িত্বশীল জাকির হোসেন মহাশয় তিনি বলেন মুসলিমদের কে পশ্চিম বাংলার সমস্ত পার্টি কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল সবাই গোলাম করে রাখতে চাই।আমরা আর কারো গোলাম হয়ে থাকতে চাই না। এছাড়াও বক্তব্য রাখেন SDPI লালগোলা ব্লক সভাপতি মোঃ খায়রুল ইসলাম তিনি বলেন পশ্চিলবঙ্গের মানুষকে নিয়ে ফুটবল খেলছে প্রতিটি ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দল গুলি আমরা আর কতোদিন ফুটবল হয়ে লাথি খাবো। এবার আমরা খেলোয়াড় হিসেবে সামনে বিধান সভায় খেলতে চাই। এছাড়াও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার অন্যতম দায়িত্বশীল শিক্ষক আয়াতুল্লাহ খমেনি মহাশয়।ও আজকের সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রাক্তন রাজ্য সভাপতি মাওলানা উবাইদুল্লাহ নুড়ি মহাশয়। আজকের এই সভায় নারী সহ হাজার হাজার মানুষের উপস্থিতি ছিলো। এছারাও পরিশেষে উবাইদুল্লাহ নুড়ি মহাশয় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করেন না। সেই পার্টি বা দলের বিরোধিতা করে যে পার্টি বা দল সাম্প্রদায়িক ভাবে দাঙ্গা লাগাতে চাই। জনগণের পাশে থাকে না দেশের সংবিধানকে যারা শেষ করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের সংগঠন। কারণ সর্বদা ভারতবর্ষের 130 কোটি মানুষের হয়ে সত্যের পক্ষে আওয়াজ তুলায় আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য। এছাড়াও তিনি বলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের ছয় জাইগাই এই প্রকাশ্যে জন্ সভা হচ্ছে—। এছাড়াও দক্ষিন ভারতের তিনটি রাজ্যে পপুলার ফ্রন্টের সদস্য বৃন্দরা প্যারেড অধিবেসন করেন আজকের এই দিনে। এছাড়াও ভারতবর্ষের প্রতিটি সংগঠনের ইউনিটে ফ্ল্যাগ উত্তোলন করা হয়।