ইলেকট্রিক বাস পরিষেবা নজর কেড়েছে কলকাতা

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ডঃ-  মহানগরী:-
ইলেকট্রিক বাস পরিষেবায় বিশ্বে তৃতীয় স্থানে কলকাতা।
বিভিন্ন দেশের বৃহত্তম ইলেকট্রিক বাস পরিষেবার তালিকায় বিশ্বে তৃতীয় স্থান অর্জন করেছে কলকাতা। ইলেকট্রিক বাস পরিষেবায় বিশ্বের তৃতীয় স্থানে কলকাতা হওয়ায় নজির সৃষ্টি করল পশ্চিমবঙ্গ পরিবহন নিগম। লন্ডনের মতো খ্যাতনামা প্রথম সারির বিশ্বের শহরকে হারিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে এখন আলোচনার বিষয় কলকাতার যাত্রী পরিবহণের বিকল্প মাধ্যম ইলেকট্রিক বাস।
বিশ্বের উল্লেখযোগ্য শহরগুলিতে কীভাবে ইলেকট্রিক যাত্রী পরিবহণ বৃদ্ধি পাচ্ছে তার সমীক্ষা করা হয়। চলতি বছরও সেই সমীক্ষায় নাম ওঠে কলকাতার। ২০২১-এ কলকাতার পাশাপাশি তালিকায় নাম ছিল ব্রিটেনের লন্ডন, কানাডার ভ্যানকুভার, চিনের শেনজেন– চিলির স্যান্টিয়াগোর মতো বিখ্যাত শহরের।
সমীক্ষা অনুযায়ী ইলেকট্রিক বাসের ক্ষেত্রে বিশ্বে এক নম্বর স্থানে চিনের শেনজেন শহর। প্রসঙ্গত, বিশ্বের মোট ইলেকট্রিক বাসের অধিকাংশই চিনে। এ দেশের বৃহত্তম ইলেকট্রিক বাসের তালিকায় বিশ্বে তৃতীয় স্থান লাভ করেছে কলকাতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here