হোয়াট্সঅ্যাপের নতুন প্রাইবেসী পলিসির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন

0
Spread the love

 

নিজস্ব সংবাদ দাতা ; টি নিউজ ওয়ার্ল্ড:-(WhatsApp New Privacy Policy) এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন করা হয়েছে। খুচরো ব্যবসায়িদের সংগঠন কন্ফেডরেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) শনিবার ১৬ জানুয়ারী হোয়াট্সঅ্যাপের নতুন নিজস্ব নীতি কে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে একটা পিটিশন জমা দিয়েছে।

CAIT এই পিটিশনে উল্লেখ করেছে যে; হোয়াট্সঅ্যাপের প্রস্তাবিত নতুন নিজস্ব নীতি ভারতের সংবিধান দ্বারা প্রদত্ব নাগরিকদের বিভিন্ন মৌলিক অধিকার কে অতিক্রম করছে।  CAIT   তার এই পিটিশনে এটাও প্রার্থনা করেছে যে; হোয়াট্সঅ্যাপের মত বড় প্রযুক্তির কম্পানি গুলোকে পরিচালনা করার জন্য কেন্দ্র সরকারের নির্দেশিকা জারি করা উচিত। আর এমন আইন তৈরি করা উচিত যা নাগরিকদের ও ব্যবসায়িদের গোপনীয়তা রক্ষা করবে। এখন অপেক্ষা করতে হবে  সুপ্রিম কোর্ট এবিষয়ে কি নির্দেশিকা জারি করে এবং হোয়াট্সঅ্যাপ তাদের এই সর্বনাশা নীতি হতে পিছপা হয় কিনা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here