নিজস্ব প্রতিবেদন ; টি নিউজ ওয়ার্ল্ডঃ-আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকো মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে জার্মানির ফ্রেইবার্গ শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার মৃত্যু হয় তাঁর। সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে. প্রতিবেদনে বলা হয়, এর আগে গত ১৮ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ফ্রান্সে গিয়েছিলেন ক্যানসারে আক্রান্ত বাকায়োকো। সেখান থেকে জার্মানির ফ্রেইবার্গে যান তিনি। গত ৮ মার্চ ৫৬তম জন্মদিন ছিল তাঁর।
এদিকে, হামেদ বাকায়োকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসনে ওউতারা। এক টুইটবার্তায় তিনি লেখেন, ‘আমাদের দেশ শোকার্ত। এটি খুব দুঃখের বিষয় যে আমাকে ঘোষণা করতে হচ্ছে, প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকো ক্যানসারে আক্রান্ত হয়ে জার্মানিতে মারা গেছেন।’২০২০ সালে আইভরি কোস্টের তৎকালীন প্রধানমন্ত্রী আমাদু গন কৌলিবালির আকস্মিক মৃত্যুর পর ওই বছরের ৮ জুলাই প্রধানমন্ত্রী নির্বাচিত হন বাকায়োকো।
এদিকে, আইভরি কোস্টের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ঘনিষ্ঠ সহযোগী ও চিফ অব স্টাফ প্যাট্রিক আচির নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আলাসনে ওউতারা।