নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ড: বামফ্রন্ট প্রথম থেকেই আই এস এফ এর সাথে জোট করতে চাইলে ও নারাজ ছিল জাতীয় কংগ্রেস ।সেই নিয়ে দীর্ঘ টালবাহানা পর তৈরি হয়েছে সংযুক্ত মোর্চা।
নিজেদের রফা করা আসনে প্রার্থী নাম একে একে ঘোষণা করছে বাম, কংগ্রেস এবং ISF। কিন্তু তার মধ্যেই কাটছে তাল। অন্তত তেমনটাই ফুটে উঠছে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ এবং জেলা সভাপতি আবু হাসেম খানের কথায়। জোটের ভোট প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন কংগ্রেস আব্বাস সিদ্দিকির হাত ধরেনি, খারাপ ফলের ভয়ে ওদের হাত ধরেছে বামেরা।এমনই এক পেক্ষাপটে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজন হলে ভোটের পর তৃণমূলকে সমর্থন করবে কংগ্রেস। প্রশ্ন উঠছে তাহলে কি এই জোট নির্বাচন পর্যন্তই রাখবে প্রদেশ কংগ্রেস? কারণ নির্বাচন পরবর্তী সময়ে যে কংগ্রেস তৃণমূলকে সমর্থনের কথা ভাবছে তা স্পষ্ট মালদা কংগ্রেসের জেলা সভাপতির কথায়।
প্রয়োজনে তৃণমূলকে সমর্থন করবে কংগ্রেস! শুধু তাঁর এই কথাতে অস্বস্তিতে পড়েছে বাম দুর্গ। যদিও এই বক্তব্যের প্রেক্ষিতে এখনো মতামত জানায়নি কংগ্রেসের অন্য নেতৃত্ববৃন্দ। তবে তৈরি হচ্ছে নয়া সমীকরণ।