তৃণেমূলের পরে এবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন বামফ্রন্ট, দেখে নিন এক নজরে

0
Spread the love

নিজস্ব প্রতিবেদন ; টি নিউজ ওয়ার্ল্ড:-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণেমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়, যেখানে রেয়েছে বিভিন্ন চমকপ্রদ ঘোষণা। তারপর  এবার বামেরা ২০২১ এর নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে, যেখানে দেখা যায় কৃষি, সেচ, সমবায়, শিল্পায়ন, কেন্দ্র- রাজ্য সম্পর্ক সহ একাধিক বিষয়ে উল্লেখ করা হয়। তবে সেখানে চিটফান্ডের টাকা ফিরিয়ে নিয়ে এসে প্রতারিতদের ফেরত দেওয়ারও ঘোষণা করা হয়। কিন্তু বিজেপি এখনও তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে নি, জানা যায় অমিত শাহ্‌ এর উপস্থিতিতেই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে, অর্থাৎ আজই প্রকাশ করা হবে অমিত শাহের উপস্থিতিতেই।

এবার দেখে নেওয়া যাক বামফ্রন্টের ইস্তেহারে কি রয়েছে – 

  • এক বছরের মধ্যে সরকারি ও আধা-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক – শিক্ষাকর্মী নিয়োগ ও অন্যান্য প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণ।
  • এসএসসি, পিএসসি এর মতো  নিয়োগের পরীক্ষা নিয়মিত।
  • শ্রমিকদের ন্যূনতম মজুরী মাসে ২১ হাজার টাকা।
  • পরিযায়ী শ্রমিকদের জন্যে আলাদা দফতর ও বিশেষ সুরক্ষা প্রকল্প।
  • একশ দিনের কাজ বাড়িয়ে ১৫০ দিনের কাজ করা ও শহরাঞ্চলে প্রসারণ।
  • বন্ধ কারখানার শ্রমিকদের মাসে ২৫০০ টাকা ভাতা, ও সস্তায় রেশন ও অন্যান্য বন্ধ শিল্পের শ্রমিকদের জন্যে একই ব্যবস্থা।
  • দরিদ্র অংশের জন্যে দুই টাকা কেজি দরে চাল বা আটা, প্রতি মাসে পরিবার পিছু ৩৫ কেজি করে সরবরাহ।
  • বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, ২০০ ইউনিট পর্যন্ত বিলে সরকারি ভর্তুকি।
  • সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপুঞ্জ আইন (এনআরসি) এবং এনপিআর রাজ্যে চালু হবে না।
  • কেন্দ্রীয় কৃষি আইন রাজ্যে চালু হবে না। বাতিল কৃষি বিপণনে রাজ্যের এপিএমসি আইন।
  • তৃতীয় লিঙ্গ এবং অন্যান্য যৌন পরিচয়ের মানুষের (এলজিবিটি) অধিকার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা।
  • নারী নির্যাতন, গ্রাহস্থ হিংসা প্রতিরোধে শহরে ওয়ার্ড বা বরোতে এবং গ্রামে ব্লক স্তরে বিশেষ সহায়তা কেন্দ্র।
  • অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পুনরুজ্জীবন। সহজ ঋণের ব্যবস্থা । বৃহৎ শিল্পের অনুকূল পরিবেশ তৈরি।
  • জনস্বাস্থের সম্পূর্ণ দায়িত্ব সরকারের।
  • শিক্ষা ক্ষেত্রে বাজেটের অন্তত ২০% বরাদ্দ। বৃত্তিমূলক ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষনে জোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here