জনসভা ও রোড শো করে জোর কদমে ভোট প্রচার শুরু করলেন উঃ দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন!

0

নিজস্ব সংবাদদাতা ;টি নিউজ ওয়ার্ল্ড:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার জনসভা ও রোড শো করে ভোট প্রচার শুরু করলেন উঃ দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার তৃণমূলের প্রার্থী মোশারফ হোসেন মহাশয়।

এদিন ইটাহার বিধানসভার অন্তরগত পতিরাজপুর অঞ্চলে জনসভা করে প্রচার জোর কদমে ভোট প্রচার শুরু করলেন। তৃণমূল প্রার্থী।

মোশারফ হোসেন মহাশয়। মোসারফ হোসেন জানান যে আমি এই প্রথমবার ইটাহার বিধানসভার ভোটে লড়ছি ইটাহারবাসি সকলে আমাকে ভোটে জয়লাভ করাবেন আমি আসাবাদি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here