হরিরামপুর চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ মিছিল করল আদিবাসী সংগঠন কর্মীরা

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ডঃ-  কেন্দ্র সরকার ও আর এস এস-রের বিরুদ্ধে হরিরামপুর চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ মিছিল করল আদিবাসী সংগঠন কর্মীরা। ২১ মার্চ ২০২১  দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লক এর হরিরামপুর চৌপতি এলাকায় আদিবাসী সিঙ্গেল অভিযান হরিরামপুর সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করে, পথ অবরোধ করেন এই সংগঠনের সদস্যরা । তাদের দাবি ভারতবর্ষের প্রায় ১৫ কোটি আদিবাসীকে চক্রান্ত করে কেন্দ্র সরকার ও আর এস এস যুক্তি করে তাদেরকে আদিবাসী থেকে ধর্মান্তরিত করে হিন্দুত্ব করনের প্রয়াসের প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি । এদিন দুপুর আনুমানিক দুটো নাগাদ এই পথ অবরোধ শুরু হয় এবং তিনটে নাগাদ সে পথ অবরোধ শেষ হয় । এই পথ অবরোধ ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন আদিবাসী সিঙ্গেল অভিযান এর হরিরামপুর ব্লক সভাপতি বালু মুর্মু । এদিনের এই পথ অবরোধে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের কুশপুতুল দাহ করে বিক্ষোভকারীরা ।সেখানে উপস্থিত ছিলেন হরিরামপুরের পুলিশ,যাতে করে বিক্ষোভকারীরা কোন ধরনের দুর্ঘটনা না ঘটাতে পারে। আমরা প্রতিদিন প্রায় এও রকম খবর প্রতিবাদ দেখে আসছি কিন্তু ফলাফল কি চূড়ান্ত জায়গায় পৌছায়। আমাদের আর বেশি সচেতন হতে হবে।

সংসারিক অভাব অনটনের জেরে দম্পতির যুগল মৃতদেহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here