বল ভেবে বোমায় লাথি, মৃত ৫ বছরের শিশু।

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা; টিনিউজ ওয়ার্ল্ডঃ- বল ভেবে বোমায় লাথি, মৃত ৫ বছরের শিশু। রক্তাক্ত শৈশব। বোমা ফেটে মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুর। গুরুতর আহত আরও একজন।

ভোটমুখী বাংলায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। কিন্তু ঘরের উঠোনে যে ওঁত পেতে রয়েছে বিপদ তা হয়ত ধারণা করতে পারেনি কেউ। সোমবার বর্ধমানের রসিকপুরে ক্লাবঘরের সামনে খেলা করছিল দুই শিশু। বল ভেবে তাজা বোমায় লাথি মেরেছিল তারা। এরপরেই বোমা ফেটে মৃত্যু এক শিশুর। গুরুতব আহত হয় আরেকজন। সূত্রের খবর, ওই দুই শিশুর নাম শেখ আফরোজ এবং শেখ ইব্রাহিম। প্রাথমিকভাবে তাদের দুজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা আফরোজকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসা চলছে ইব্রাহিমের।

হরিরামপুর চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ মিছিল করল আদিবাসী সংগঠন কর্মীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here