নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ডঃ হিমঘর ফাটলে আতঙ্কিত এলাকাবাসী। বীরভূম জেলার, নলহাটির হিমঘর ফাটলে এলাকার জনবসতি আতঙ্কিত জীবন-যাপন করছে, যেমনটা দীর্ঘ উচাটন ভয়ঙ্কর ভাবে বিচ্ছিন্নতা ঘটাচ্ছে। হিম ঘরের মালিক মশকরা, উরফে প্রীতম মশকরা,জানিয়েছেন যে অতি শীগ্রই মেরামত করা হবে’ এলাকার জনগোষ্ঠীদের সাবধানতা অবলম্বন এর জন্য তিনি আবেদন জানিয়েছে। নলহাটির প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এর ক্ষেত্রেও, এলাকাবাসী তৎপর হয়েছে।
এবং সজাগ সমানে এখন পর্যন্ত তেমন কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি জনবসতি।ফাটলের কারণে সাবধানতা অবলম্বন খুবই জরুরী এলাকার জনবসতি মানুষদের। পৌর পিতা,প্রশাসনিকভাবে তদন্ত করছে এমনটা এলাকাবাসী জানিয়েছেন।দীর্ঘ পুরনো বিল্ডিং এর কারণে এমনটা ঘটেছে বলে বিল্ডিং মালিক মন্তব্য প্রকাশ করেছেন। ফুল হাউস হিমঘর আলু ভরাটও পূর্ণতা ভাবে সফল হয়েছে এই বছর ২০২১, জনগোষ্ঠীর জীবন আপনের কারণে অতি শীগ্রই, হিমঘর মালিক প্রীতম মুস্কুরাকে, মেরামত করার জন্য সাবধান করেছেন প্রশাসনিকরা।পারে এমনটাই মনোভাব প্রকাশ জনবসতি মানুষদের।