নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ডঃ- মুর্শিদাবাদের সাগড়দিঘিতে সভা করলেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েসী। শনিবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে সভা করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি । সেই সভামঞ্চ থেকে মুর্শিদাবাদের ২২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দু’টি আসনে ভোটে লড়ার ডাক দিলেন তিনি। জানালেন, সাগরদিঘি এবং জলঙ্গি এই দু’টি আসনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে মিম। অন্য সিট পরে ঘোষণা করা হবে বলেই জানালেন তিনি। এদিনের সভায় তীব্র আক্রমণাত্মক ছিলেন মিম প্রধান। তিনি সমালোচনা করেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর। সমালোচনা করেন বাম ও কংগ্রেসেরও। সব পক্ষকেই তীব্র ভাবে আক্রমণ করে তিনি জনসভা থেকে প্রশ্ন তোলেন, কেন পশ্চিমবঙ্গে মুসলিম জনগণ শিক্ষা, কর্মসংস্থানের দিক থেকে পিছিয়ে? এর জবাব দাবি করেন আসাদউদ্দিন ওয়েসি।