‘নন্দীগ্রামে CPIM-কে ডেকে এনেছিলেন বাপ-ব্যাটা’, শিশির-শুভেন্দুকে তোপ

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ড:-‘নন্দীগ্রামে CPIM-কে ডেকে এনেছিলেন বাপ-ব্যাটা’, শিশির-শুভেন্দুকে তোপ। নন্দীগ্রামের (Nandigram) নির্বাচনী সভা থেকে ফের নাম না করে শিশির-শুভেন্দুকে (Suvendu Adhikari) তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নন্দীগ্রামের ভূমি আন্দোলন নিয়ে মমতা এদিন বলেন, ‘নন্দীগ্রামে CPIM-কে ডেনে এনেছিলেন এই বাপ-ব্যাটা। তাঁদের পুলিশের ড্রেস পরিয়ে ঢোকানো হয়েছিল।’

এদিন মিছিল শেষে ঠাকুরচকে সভা করেন তৃণমূল সুপ্রিমো। সেই সভা থেকেই অধিকারী পরিবারের বিরুদ্ধে তোপ দাগেন নেত্রী। তিনি বলেন, ‘নন্দীগ্রাম কাণ্ডের সময় বাপ-ব্যাটাকে খুঁজে পাওয়া যায়নি। এখন BJP-তে গিয়ে মিথ্যা কথা বলছেন।’ ভূমি আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘সেদিন ওরা CPIM-কে ডেকে এনেছিল। CPIM-এর ক্যাডাররা পুলিশের ড্রেস পরে গুলি চালিয়েছিল। আজও তাই করছে। পুলিশের ড্রেস কিনে ক্যাডারদের সাজিয়ে গ্রামে গ্রামে ভয় দেখাচ্ছে, বলছে BJP-কো ভোট দো।’ ভয় দেখিয়ে তৃণমূলকে রোখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘নন্দীগ্রাম নিয়ে মামলা হয়েছিল। সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। কেবল অধিকারী পরিবারের বিরুদ্ধে কোনও মামলা হয়নি।’

একইসঙ্গে মমতার তোপ, ‘ট্রলার থেকে শুরু করে হোটেল সব আছে। নেই শুধু মনুষ্যত্ব। আমি ভাবতে পারিনি যাকে একের পর এক মন্ত্রিত্ব দিয়েছি, ভাইকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান করেছি, এত কিছুর পর এখন BJP ধরছে।’
নন্দীগ্রামের সভা থেকেই এদিন নিমতায় বৃদ্ধার মৃত্যুর ঘটনা নিয়েও মন্তব্য করেন নেত্রী। তাঁর কথায়, ‘যে কোনও মৃত্যুই দুঃখের। কিন্তু রাজনীতি চলছে। অমিত শাহ টুইট করে মিথ্যে বলছেন। বাংলায় কিছু হলেই টুইট করেন। আর উত্তরপ্রদেশের বেলায় চুপ।’

Peace Honey 700g

আবারও মানবতার নজির স্থাপন করলো গ্রীন পীস স্বেচ্ছাসেবী সংস্থা ও সেভ হিউম্যানিটি ব্লাড গ্রুপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here