নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ড:- তৃণমূলের পোষ্টার ছেড়াকে কেন্দ্র করে রণক্ষেত্র সাঁকরাইল। ভোটমুখী বঙ্গে লেগেই রয়েছে রাজনৈতিক হিংসার ঘটনা। পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল-BJP (TMC VS BJP) সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার সাঁকরাইল এলাকা। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
তৃণমূল কংগ্রেসের প্রচার-পোষ্টার ছেড়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের (TMC VS BJP) চেহারা নিল হাওড়ার সাঁকরাইলের মহিয়াড়ি এলাকা। শাসকদলের প্রার্থীর পোস্টার-ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রিয়া পালের পোস্টার-ব্যানার ছেঁড়া হয়েছে। সেই ব্যানারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ছিল।
গোটা বিষয় নিয়ে তৃণমূলের স্থানীয় ডোমজুড় পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ গৌতম সাহার অভিযোগ, ‘বহিরাগত ও স্থানীয় মস্তানদের দিয়ে BJP রাতের অন্ধকারে এই কাজ করেছে।’ সাঁকরাইলের মহিয়াড়ি দু-নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সদস্য বিভাষ নষ্কর বলেন, ‘পুর এলাকায় তৃণমূলের পোস্টারে ছেয়ে গেছে। অথচ BJP-র কোনও প্রচার বা পোস্টার নেই। তাই নির্বাচনের আগে একটা গন্ডগোল পাকাতে বাইরে থেকে তাঁরা লোক এনে এই কাজ করেছে।’
যদিও এই প্রসঙ্গে BJP-র পক্ষ থেকে সাঁকরাইল ৪ নম্বর মণ্ডলের সভাপতি সুব্রত বাগ শাসক দলের সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সাঁকরাইল বিধানসভায় এখন BJP-র পক্ষে সাধারণ মানুষের জোয়ার নেমেছে। তাই শাসক দল এখন নোংরা ও দ্বিচারিতার রাজনীতি করছে।’ তিনি দাবি করেন, নিজেদের পোস্টার নিজেরাই ছিঁড়ে BJP-র নামে অপপ্রচার চালাচ্ছে।