নিজস্ব সংবাদদাতা টি নিউজ ওয়ার্ল্ড: কাটআউটে প্রধানমন্ত্রীর ছবির নীচে মনীষীদের ছবি ঘিরে বিতর্কে সরগরম দঃ দিনাজপুরের বালুরঘাট শহরে কাটআউটে বড় অংশে জুড়ে নরেন্দ্র মোদির ছবি। তার ঠিক নীচে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ ও ক্ষুদিরাম বসুর ছবি! আর কাটআউটের নীচে লেখা রয়েছে বালুরঘাট বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের নাম।
যদিও, বালুরঘাটের বিজেপি সাংসদের দাবি, তিনি এই ধরনের কোনও কাটআউট তৈরির নির্দেশ দেননি। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে পথ অবরোধে করে বিক্ষোভ দেখায় বিজেপি। রাজ্যের শাসক দল অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে খবর।