নিজস্ব সংবাদদাতা, টি নিউজ ওয়ার্ল্ডঃ- দ্বিতীয় দফার ভোটেও ইভি এম গোলযোগের অভিযোগ। প্রথম দফার পর এবার দ্বিতীয় দফার ভোটেও ইভিএম কারচুপির অভিযোগ উঠল । তৃণমূলের অভিযোগ, চণ্ডীপুর বিধানসভার চৌখালির ১৩১ নং বুথে ইভিএমে কারচুপি হয়েছে। তৃণমূলে ভোট দিলে সেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে। শুধু তাই নয়, অন্য যে কোনও প্রার্থীকে ভোট দিলে সেই ভোট দিব্যি বিজেপিতে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে। এছাড়াও হলদিয়া বিধানসভার একাধিক বুথে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস । বড়জোড়া বিধানসভার ৯৫, ৯৫এ, ৯৬ নং বুথেও এক অভিযোগ সামনে এসেছে। সমস্ত অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনকে।
নিজের কেন্দ্রে ভোট দেওয়ার পর সবংয়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া জানান, ‘৫-৬টি জায়গায় মেশিন খারাপ। কী মেশিন দিচ্ছে, জানি না। সুইচ টেপার পর ভিভিপ্যাটে কাগজ বেরোতে সময় লাগছে এবং বারবার মেশিন বদলেও সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ।
পূর্ব মেদিনীপুরের প্রায় ৫৬টি, পশ্চিম মেদিনীপুরে ৪৩টি, দক্ষিণ ২৪ পরগণায় ৪৫টি ইভিএম বিকল হয়েছে বলে খবর। সব মিলিয়ে প্রায় ১৫০ টি ইভিএম খারাপ অবস্থায় রয়েছে বলে অভিযোগ সামনে এসেছে।