নমিনেশন জমা দিলেন হরিরামপুরের তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র ও কুশমন্ডি প্রার্থী রেখা রায়

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা, টি নিউজ ওয়ার্ল্ড:- নমিনেশন জমা দিলেন হরিরামপুরের তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র ও কুশমন্ডি প্রার্থী রেখা রায়। সোমবার হরিনামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিপ্লব মিত্র মহাশয় ও কুশমন্ডি বিধানসভা প্রার্থী রেখা রায়। এদিন বুনিয়াদপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ,তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি রেলি বের করা হয়।

যে রেলিতে তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার কর্মীরা পা মেলায়,কিন্তু গোটা রাস্তা মিছিলে জাম থাকার কারণে গাড়িতে চেপে নমিনেশন জমা দেওয়ার সম্ভব ছিল না এবং সেই কারণে সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল

তাই সময়মত নমিনেশন জমা দেওয়ার জন্য বাইক স্কুটি চেপে বুনিয়াদপুর মহকুমা শাসকের দপ্তরে উদ্দেশ্যে রওনা দেয় তৃণমূলের দুই প্রার্থী বিপ্লব মিত্র ও রেখা রায়

আর সেখানে পৌঁছে মহকুমা শাসকের হাতে নমিনেশন তুলে দেন দুই প্রার্থী।

এই প্রসঙ্গে বিপ্লব মিত্র জানান:- আজকে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নমিনেশন ফাইল করলাম হরিরামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে আমার সঙ্গে অফিসের ভিতরে দুইজন লোক ছিলেন আর বাইরে প্রায় কুড়ি পঁচিশ হাজার লোক আছে,আমরা একটা মিছিল করে আমরা নমিনেশন দেওয়ার জন্য সেই অফিসে আসি।

সারা ভারত কি এবার ফ্যাসিবাদের ছোবলে ?

Peace Honey 700g

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here