‘সচেতন থাকলে লকডাউনের প্রশ্নই নেই’, দেশবাসীকে আশ্বাস প্রধানমন্ত্রীর

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা ;টি নিউজ ওয়ার্ল্ড:- দেশজুড়ে করোনা ঝড়। তবে আর যে লকডাউনের পথে হাঁটতে চায় না মোদী সরকার, সে ব্যাপারে কার্যত স্পষ্ট বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে মোদী বললেন, ‘আপনারা সচেতন হলে, লকডাউনের কোনও প্রশ্নই নেই। দেশকে লকডাউনের হাত থেকে বাঁচাতে হবে।’ একইসঙ্গে রাজ্যগুলোর উদ্দেশে প্রধানমন্ত্রী বার্তা, ‘লকডাউন সর্বশেষ অস্ত্র। রাজ্যগুলোকে অনুরোধ করব, লকডাউনকে শেষ বিকল্প হিসেবে ভাবতে।’

উল্লেখ্যে, করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে আবারও লকডাউন জারি করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই আবহে এদিন লকডাউন নিয়ে যেভাবে আশ্বস্ত করলেন মোদী, তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, করোনা মোকাবিলায় দেশের একাধিক রাজ্যে লকডাউন জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ। জল্পনা চলছে, আগামীকাল থেকে মহারাষ্ট্রেও লকডাউন ঘোষণা করা হতে পারে। এই আবহে রাজ্যগুলোর উদ্দেশে মোদী বলেন, ‘লকডাউনকে সর্বশেষ বিকল্প হিসেবে ভাবতে হবে। বরং মাইক্রো কনটেনমেন্ট জোনে জোর দিতে হবে।’

লকডাউন যাতে আর জারি করতে না হয় দেশে, সে ব্যাপারে দেশবাসীকে আরও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, ‘সকলে করোনা বিধি মেনে চলুন। বিনা কারণে বাড়ির বাইরে বেরোবেন না।’

অন্যদিকে, গতবছর করোনায় লকডাউনের ধাক্কায় চরম দুর্দশার মধ্যে পড়তে হয়েছিল পরিযায়ী শ্রমিকদের। এদিন নমো বলেছেন, ‘রাজ্যগুলোর কাছে আমার অনুরোধ, আপনারা পরিযায়ী শ্রমিকদের পাশে থাকুন। তাঁরা যেখানেই থাকুন না কেন, তাঁদের সেখানেই ভ্যাকসিন দেওয়া হবে।’

এদিন জাতির উদ্দেশে ভাষণে মোদী আরও বলেছেন, ‘গতবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের মেডিক্যাল পরিকাঠামো ছিল না। মনে করে দেখুন, কী অবস্থা ছিল গতবছর। এই রোগ সম্পর্কে আমরা অবগত ছিলাম না। অনেক কম সময়ে আমরা এর মোকাবিলা করতে পেরেছি।

অক্সিজেন সংকট মেটানোর চেষ্টা চালানো হচ্ছে, হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে। সবচেয়ে সস্তা ভ্যাকসিন ভারতে। সকলকে ভ্যাকসিন দেওয়া হবে। ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here