আল্লাহর ভয়ে আধ্যাত্বিকতার জীবনে ফিরে এলেন অভিনেত্রী সানা খান।
তিনি বলেছেন, কেবলমাত্র আল্লাহ্ তা’আলাকে ভয় করে অভিনয় জগত ছেড়েছেন।
তিনি চান সারা জীবন আল্লাহর ইবাদত করে জীবের সেবা তথা মানব সেবা করে জীবন যাপন করতে।
সানা খান (জন্ম: ২১ আগস্ট ১৯৮৭) হলেন একজন ভারতীয় অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী। তিনি প্রাথমিকভাবে মডেলিং এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বিজ্ঞাপনচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন। এছাড়াও তিনি দক্ষিণ ভারতীয় ছবিতে, টিভি কর্মাশিয়াল ও টেলিভিশন রিয়েলিটি শোতে কাজ করেছেন। সানা প্রায় ৫টি ভাষায় ১৪টি চলচ্চিত্রে এবং ৫০টির মত বিজ্ঞাপনে কাজ করেছেন। তিনি যে অভিনয় জগত ছেড়েছেন এটাকে অনেক নির্লজ্জ মিডিয়া বলছে তিনি কি আল্লাহর ভয়ে নয় বরং মোল্লাদের ভয়ে আধ্যাত্বিকতার জীবনে ফিরে এসেছেন। তিনি ওই সমস্ত নির্লজ্জ মিডিয়ার কড়া নিন্দা জানিয়ে তাদের মুখ ভাঙা প্রতিউত্তর করেছেন। তিনি বলেছেন, আমি শুধু মাত্র আল্লাহর ভয়ে অভিনয় জগত ছেড়েছি এবং আল্লাহর প্রশংসা করি যিনি আমাকে এই সঠিক পথের দিশা পেয়েছি। যদিও একজন মুসলিম হিসেবে আরো আগেই আমাকে এই কাজ থেকে বিরত হতে হতো।
সানা খানের পূর্বে জাইরাও অভিনয় জগত ছেড়েছেন। তাঁদের দাবি এই আদ্ধাত্বিকতার জীবন হলো শান্তি ময় জীবন। তিনি তাঁর অভিনয় জগতের অশ্লীল ছবি ও ভিডিও গুলো ডিলিট করার আবেদন করেছেন। সানা খান এখন মুম্বাইয়ে তাঁর মায়ের সাথে বসবাস করছেন।