নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ড:-শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হল দক্ষিণ দিনাজপুর জেলার নির্বাচন। সকাল সকাল ভোট দিতে যাওয়ায় বিকেল তিনটা তেই প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। জেলা জুড়ে একাধিক বুথে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে শাসক দল তৃণমূল কংগ্রেস।
পাল্টা ভোটারদের ভয় দেখানোর অভিযোগ আসে তৃণমূলের বিরুদ্ধে। এদিন সকাল থেকেই কিছু সংখ্যক ইভিএম গোলোযোগের খবর পাওয়া গেছে।
সোমবার করোনা আবহকে মাথায় রেখে শুরু হয়েছে নির্বাচন। সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে বারংবার। মুখে মাক্স না পরে ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সকাল থেকেই এলাকার প্রবীণ থেকে বৃদ্ধ সকলেই ভিড় করে ভোট দেওয়ার জন্য।
কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে সমস্ত রকম সুরক্ষা বিধি মেনে ভোটগ্রহণ চলে। এদিকে অনুন্নয়নের অভিযোগ তুলে ভোটদান থেকে বিরত থাকেন তপন ব্লকের ছোট দেউরা গ্রাম। হরিরামপুরের এলাহাবাদ গ্রামে ভোট বয়কট করেন বাসিন্দারা। অভিযোগে উন্নয়ন থেকে বঞ্চিত তারাও।
মহিলা পরিচালিত বুথগুলিতেও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ পর্ব। বলতে গেলে এবারের মত শান্তিপুর্ন ও অবাধ ভোট দেখেনি জেলাবাসি। অনেক ভোটারদের ধারনা এর জন্য ধন্যবাদ প্রাপ্য কেন্দ্রীয় বাহিনীর। এক কথায় এবারের ভোট যেন নিঃশ্বদে বিপ্লব। যদিও ভোটের ফল জানতে পারা যাবে আগামী ২ মে।