নিজস্ব সংবাদ দাতা টি নিউজ ওয়ার্ল্ড:-শেষ দফা ভোটের আগে অনুব্রত কে তলব সিবিআই এর। আগামী ২৯ তারিখ রাজ্যের শেষ দফার ভোট। কিন্তু তার আগেই বিপাকে পড়লেন বীরভূমের দোর্দণ্ড তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
জানা যাচ্ছে, হিসাব বহির্ভূত সম্পত্তি ও গরু পাচারকান্ডে জড়িত থাকার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই এর পক্ষ থেকে তলব করা হয়েছে। কিছুদিন আগেই অনুব্রত বাবু ও তার আত্মীয় স্বজনকে আয়কর বিভাগের তরফ থেকে নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু অনুব্রত বাবুর তরফ থেকে নোটিশের কোন জবাব না আসায় এবার সরাসরি সিবিআই তার বিরুদ্ধে নোটিশ জারি করেছে বলে মনে করা হচ্ছে।
সিবিআই এর তরফ থেকে জানানো হয়েছে; গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হকের ডাইরিতে অনুব্রত মণ্ডলের নাম পাওয়া গেছে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অনুব্রতের নামে বিভিন্ন সম্পত্তি রয়েছে যা তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এইসব বিষয়ে সঠিক তথ্য পেতে অনুব্রত মণ্ডল কে সিবিআইয়ের হেডকোয়ার্টার নিজাম প্যালেস ডাকা হয়েছে।
সিবিআই এর দেওয়া নোটিশ নিয়ে এখন পর্যন্ত অনুব্রত বাবুর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘরোয়া মহলে অনেক নেতাই বলছেন অনুব্রত কে ভোট ময়দানে রুখে দেওয়ার জন্য বিজেপির এটা জঘন্যতম কূটকৌশল। ভোট ময়দানে অনুব্রত মণ্ডল কে নিষ্ক্রিয় করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার সিবিআই কে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে এভাবে কেষ্ট দা কে ভয় দেখিয়ে চিড়ে ভিজবে না বলে মনে করছে স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ।