নন্দীগ্রামে পরাজিত মমতা! আদালতে যাওয়ার হুঁশিয়ারি

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা ;টি নিউজ ওয়ার্ল্ড:-নন্দীগ্রামকে ঘিরে টানটান নাটক। নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই খবর প্রথমে সামনে আসে। কিছুক্ষণ বাদেই জানা যায়, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন মমতা। এই নিয়ে এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূলনেত্রী বলেছেন, ‘কারচুপি হয়েছে, আমরা কোর্টে যাব।’

নন্দীগ্রামে ফলের এই রদবদল নিয়ে এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘আমরা দুশোর বেশি আসনে জিতেছি। একটা আসনে হারা জেতা বড় ব্যাপার নয়। ওরা একবার ঘোষণা করে দিয়েছিল যে আমি জিতে গিয়েছি। এখন বলছে হেরে গিয়েছি। এটা কী করে হয় জানি না। ওখানকার মানুষ যে রায় দিয়েছেন তা মেনে নিচ্ছি। ওখানে ভোটগণনা যাতে রিভিউ করা হয়, সেই দাবি জানাব। দরকার হলে আদালতে যাব।’ এক সংবাদমাধ্যমে মমতা বলেন, ‘নন্দীগ্রামে পনর্গণনার দাবি জানাব। অনেক EVM-এ কারচুপি হয়েছে। ২০২১ সালের নির্বাচনটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল।’

অন্যদিকে, শুভেন্দুর জয়ের খবর প্রকাশ্যে আসতেই তৃণমূলের পক্ষ থেকে টুইট করে দাবি করা হয়েছে, এখনও নন্দীগ্রামে গণনা শেষ হয়নি।

এদিকে, একুশের বাংলায় হ্যাটট্রিক করার পর কেন্দ্র সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘সকল দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার আর্জি জানাচ্ছি কেন্দ্র সরকারের কাছে, তা না দিলে গান্ধী মূর্তির সামনে অহিংস আন্দোলন করব’, জয়ের পর এ ভাষাতেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা আরও বলেন, ‘এতটা পাব ভাবতেও পারিনি। খুব খুশি আমি। যাঁরা আমায় শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের ধন্যবাদ। আমার জেতার টার্গেট ছিল ২২১। কারও মুখে কোনও কথা মানায় না। মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। কোভিড ঝড় সামলে নেব।’ BJP-কে নিশানা করে মমতা বলেন, ‘BJP-র ধস নেমেছে, এই ধস যেন বজায় থাকে। BJP গো হারা হেরে গিয়েছে।’

দলের জয়ের পর এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘আমার একটা টার্গেট করা ছিল ২২১। আমি বলেছিলাম ডাবল সেঞ্চুরি করব। বাংলার জয় হয়েছে। বাংলার মা-বোনেদের জয় হয়েছে। সম্প্রীতি, সংহতির জয় হয়েছে। সারা ভারতবর্ষকে বাঁচিয়েছে’। তৃণমূলনেত্রী আরও বলেছেন, ‘সত্যিই খেলা হয়েছে, আমরা জিতেছি। কোভিড কমে গেলে ব্রিগেডে বড় করে বিজয় মিছিল হবে।’মমতা বলেছেন, ‘কোভিড পরিস্থিতিতে এখনই লকডাউন নিয়ে কথা বলব না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here