জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে শনিবার একটি বিস্ফোরণে সেনা লেফটেন্যান্ট সহ দুই সেনা নিহত হয়েছেন।

0
Spread the love

নিজস্ব প্রতিনিধি টি নিউজ ওয়ার্ল্ড:- জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে শনিবার একটি বিস্ফোরণে সেনা লেফটেন্যান্ট সহ দুই সেনা নিহত হয়েছেন।

সেনা সদস্যরা এলওসির কাছে টহল দেওয়ার সময় বিস্ফোরণ ঘটে।

সেনার লেফটেন্যান্ট ঋষি কুমার ও সিপাহী মাঞ্জিত মারা গিয়েছে বলে জানা যায় ও বিস্ফোরণে এক সেনা আহত হয়ে চিকিৎসা রত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহলে হাদীসের উপরে জঙ্গী অপবাদ লাগানোর অপপ্রয়াস

ক্রিম হানী ফুল এখনি অর্ডার করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here