নিজস্ব সংবাদ দাতা ; টি নিউজ ওয়ার্ল্ড:-আন্তর্জাতিক নারী দিবসে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ফের পদযাত্রায় মুখ্যমন্ত্রী,
মার্চ ০৮, ২০২১
কলকাতা: আজ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসকে সামনে রেখে কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে তৃণমূল কংগ্রেস। সেই মিছিলে নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদের এই পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারও শিলিগুড়িতেও একই ইস্যুকে সামনে রেখে পদযাত্রা করেন তিনি।
রবিবারই তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলায় কুৎসা করতে আসেন। প্রধানমন্ত্রী বাংলায় প্রচার করার আগে জবাব দিন কেন রান্নার গ্যাসের দাম বেড়েছে, কেন তেলের দাম বাড়ছে৷’
আজও কেন্দ্রের বিরুদ্ধে মিছিল থেকে মুখ্যমন্ত্রী কি বলেন, সেটাই এখন দেখার। এদিন তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে আয়োজিত এই মিছিলের পুরোভাগে থাকছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তৃণমূলের অসংখ্য নেতা কর্মী। রয়েছেন মিমি চক্রবর্তী ্ও নুসরত জাহান। ্এছাড়া্ও মিছিলে পা মিলিয়েছেন একঝাঁক টলি্উডের তারকা তথা তৃণমূল প্রার্থী জুন মালিয়া, সায়ন্তিকা, সুদেষ্ণা রায়, লাভলি মৈত্র প্রমুখ।