দেওয়ালে দেওয়ালে ঘুরছে মমতার প্লাস্টার বাঁধা পায়ের কার্টুন।

0
Spread the love

নিজস্ব প্রতিবেদন ; টি নিউজ ওয়ার্ল্ড:-বর্তমানে সারা ভারত জুড়ে যেটা মুখ্য চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা বঙ্গ রাজনীতি।

প্রত্যেকটা টিভি চ্যানেল, সামাজিক মাধ্যম সবজায়গায় একটাই আলোচনার বিষয়, এবার বাংলায় কি হবে।।

তবে প্রত্যেকটা দলই তাদের নিজের নিজের কর্মসূচি চালিয়ে যাচ্ছে, শুরু হয়ে গেছে দেওয়াল লিখনেরও কর্মসূচি। প্রত্যেকটা দল দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছে।।

তবে দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেওয়ালের ছন্দ, কার্টুন এইসব। যেভাবে সিপিআইএম টুম্পা সোনা নিয়ে জনগনকে মাতিয়ে দিয়েছে, সেইভাবে টি এম সি চালিয়ে যাচ্ছে “খেলা হবে” স্লোগান অন্যদিক বিজেপির বরাবরের হাতিয়ার “জয় শ্রী রাম” স্লোগান।।

তবে একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি হলো মমতার ভাঙ্গা পায়ের ছবি দিয়ে খেলা হবে কার্টুন। জামুরিয়াতে দেখা গেলো এইরকমই কার্টুন।

দুই দিন আগেই মমতার পায়ে চোট লাগে আর সেই নিয়েই তৃণেমূল  সমর্থকেরা শুরু করেছে “ভাঙ্গা পায়েই খেলা হবে”। তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পোস্টার, বিভিন্ন ধরনের কার্টুন।।

কিন্তু আসল খেলা কে খেলবে সেটাই দেখার বাকি।। অপেক্ষায় রয়েছে সারা দেশ, সারা4 বিশ্ব।।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here