শান্তিনগরে অশান্তি, ইটবৃষ্টি, হাতাহাতি, তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র সল্টলেক

0
Spread the love

নিজস্ব সংবাদদাতা ;টি নিউজ ওয়ার্ল্ড:- 

গতকাল পঞ্চম দফার  ভোট চলাকালীন তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয় সল্টলেকের শান্তিনগর। দুই পক্ষের ইটবৃষ্টি, হাতাহাতি। উভয়পক্ষেরই বেশ কয়েকজন আহত। বুথের কাছে অবৈধ জমায়েত, ভোটারদের বাধা দেওয়া অভিযোগ থেকে গন্ডগোলের সূত্রপাত। মহিলাকে রাস্তায় ফেলে মার। তিনি অভিযোগ করেন, ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে।

ঘটনার পরই দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ বাহিনী। এলাকার যাবতীয় অবৈধ জমায়েত সরাতে অভিযানে নামে তারা। কিছু জায়গায় লাঠি উঁচিয়েও ভিড়ের দিকে তেড়ে যান তারা। আপাতত গোটা এলাকায় টহলদারী চালাচ্ছে বাহিনী। পুলিশের আধিকারীকরা এলাকায় মাইকে প্রচারে নামেন। চিন্তামুক্ত হয়ে ভোট দেওয়ার আবেদন করা হয় তাদের তরফে। পাশাপাশি ভোট দেওয়া ছাড়া অন্য কোনও কারণে রাস্তায় অবৈধ জমায়েত করা হলে পুলিশ ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

শনিবার পঞ্চম দফায় রাজ্যের ৬টি জেলার মোট ৪৫ আসনে ভোটগ্রহণ চলছিল। যার মধ্যে বিধাননগর সহ উত্তর ২৪ পরগণা জেলার ১৬টি বিধানসভা কেন্দ্র রয়েছে।

 

একঝলকে পঞ্চম দফার ভোট-

উত্তর ২৪ পরগনা (১৬), পূর্ব বর্ধমান (৮), নদিয়া (৮), জলপাইগুড়ি (৭), দার্জিলিং (৫) ও কালিম্পং (১) মোট ৬ জেলার ৪৫টি আসনে ভোটগ্রহণ।

জেলাভিত্তিক যে যে বিধানসভা আসনে ভোট-উত্তর ২৪ পরগনা (১৬)- পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ।পূ

র্ব বর্ধমান (৮)-খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর , মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর।

নদিয়া (৮)-শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা।

 

জলপাইগুড়ি (৭)-ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।

দার্জিলিং (৫)-দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি , শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।

 

কালিম্পং (১)-কালিম্পং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here