করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাংলায় ১ লক্ষ ছাড়ালেও সুস্থ্য হয়ে ওঠার সংখ্যা যথেষ্ট আশার আলো নিয়ে এসেছিল। কিন্তু গতকালকের আম্ফান ঝড়ের ফলে সরকারি ভাবে মৃতের সংখ্যা আনুমানিক ১২ জন হলেও বেসরকারি ভাবে মৃতের সংখ্যা ত্রিশ হাজারেরও অধিক এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা লক্ষাধিক। কলকাতা, মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিন চব্বিশ পরগনা একেবারেই লন্ডভন্ড হয়ে গেছে। আম্ফান সার্বিক ভাবে নাড়িয়ে দিয়ে চলে গেছে বাংলার পরিকাঠামোকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন আম্ফান ঝড় করোনার থেকেও ভয়াবহ। কারন এতে বাংলার কয়েকলক্ষ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। আজ সারাদিন ধরেও হাল্কা ঝড় ও বৃষ্টির পুর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।